গত ২ মে মঙ্গলবার সম্পন্ন হলো কুইন্সের সর্ববৃহৎ নৃত্যোৎসব কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যালের সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিল মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম, কাউন্সিলম্যান শেকার কৃষ্ণান, এ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস-রোহাস ও স্পন্সররা। কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যালের তালিকাভুক্ত সকল নৃত্য শিল্পী তাদের নাচের ২০ সেকেন্ড অংশবিশেষ প্রিভিউ দেখায়। কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যাল গ্রীষ্মকালীন মৌসুমে ৩ জুন থেকে শুরু করে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিভিন্ন পেশাদার নৃত্যশিল্পীদের মাঝে বাংলাদেশী বংশোদ্ভূত নীলা ড্যান্স অ্যাকাডেমির নৃত্যশিল্পী, ড. নীলা জেরীন তালিকাভুক্ত হয়েছেন এবং পুরো সামারে তিনি কুইন্সের বিভিন্ন অঞ্চলে ও মঞ্চে একক কত্থক নাচ পরিবেশন করবেন এবং কত্থক নাচের তালিম দেবেন।
নীলা জেরীনের নাচের ট্যুরের সময়সূচি হলোঃ
৩ জুন, শনিবার বিকাল ৩:৪৫ মিনিট- কত্থক নাচের তালিম – 73rd Street Plaza on 34th Avenue, Jackson Heights (বৃষ্টি হলে ১০জুন)
২৩ জুন, শুক্রবার বিকাল ৫টা – কত্থক নাচ পরিবেশনা – Evergreen Park, Ridgewood
১৫ জুলাই, শনিবার সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা ও কত্থক নাচের তালিম- Athens Square, Astoria (বৃষ্টি হলে ৯ সেপ্টেম্বর)
২৯ জুলাই, শনিবার সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা- Culture Lab, Long Island City
২৭ আগস্ট, রবিবার সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা- Hunter’s Point South Park, Long Island City
২ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা- কত্থক নাচ পরিবেশনা ও কত্থক নাচের তালিম- Diversity Plaza, Jackson Heights
১৬ই সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিট- নৃত্যোৎসবের চূড়ান্ত পরিবেশনা- Queens Theatre.
কুইন্স বরো ড্যান্স ফেস্টিভেলের প্রতিটি নাচের অনুষ্ঠান ও নাচের তালিম বিনা প্রবেশমূল্যে সকল দর্শকের জন্য উন্মুক্ত। এই নৃত্যোৎসবের স্পন্সরদের মাঝে রয়েছে কন এডিসন, Koeppel Auto গ্রæপ ও কুইন্স থিয়েটার।
নীলা জেরীন জানান, এই নৃত্যোৎসবে মনোনীত হতে পেরে তিনি অত্যন্ত উৎফুল্ল। এই নৃত্যোৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে কত্থকের মত এই প্রাচীন কিন্তু অত্যন্ত বর্ণাঢ্য ও সমাদৃত নাচ তিনি শুধুমাত্র দেশী নয়, মূলধারার ও অন্যান্য সংস্কৃতির মানুষদের মাঝে তুলে ধরার সুযোগ পাবেন। তিনি বলেন উপমহাদেশের উচ্চাঙ্গ নাচ আমাদের শিল্প ও সংস্কৃতির একটি মূল্যবান ধারা এবং এটি সংরক্ষণে তিনি তার নিজের অংশ যথাসাধ্য পালন করে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তির।