পিরোজপুরের মঠবাড়িয়া থেকে নিখোঁজ চার কলেজ ও স্কুলের ছাত্রীকে ১১ দিন পর ঢাকার দারুস সালাম থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা দারুস সালাম থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে।
তারা মঠবাড়িয়া সরকারি কলেজ এবং মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
এর আগে গত ৩০ এপ্রিল সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি ওই চার ছাত্রী। এ ঘটনায় তাদের অভিভাবকরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, নিখোঁজ ছাত্রীরা সন্দেহজনকভাবে ঢাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিল। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে।