জামালপুরে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।
শুক্রবার (৯ জুন) দুপুর সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলায় ইটাইল ইউনিয়নের অটোরিকশা-চালক জয়নাল আবেদীন (৪২), একই গ্রামের সাহেদ আলী (৫৫), সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রাম থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শেরপুরের একটি মাজারে যাচ্ছিল। পথে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর ছয় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরো তিনজনের মৃত্যু হয়।
আহত মো: হানিফ মিয়া, মো: শফিকুল ও খলিল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে।