মহারাষ্ট্রের রায়গড়ে বুধবার গভীর রাতে এক ভয়াবহ ভূমিধসে পাঁচজনের মৃত্যু ঘটেছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে শতাধিক মানুষ। এদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে বলে প্রশাসনের অনুমান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাতেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন। উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে একের পর এক আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন মনে করছে। এনভি আর এফ কে কাজে নামানো হয়েছে। টানা বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে এই ধস বলে মনে করা হচ্ছে। রাতে ঘুমের মধ্যেই অনেকে এই ভয়াবহ ঘটনার শিকার হন।
ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধারকাজ চলছে। এখনই মৃতের সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়।