উত্তর পশ্চিম মেক্সিকোতে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে শুরু করেছে ক্রান্তীয় ঝড় হিলারি।
এছাড়া ঝড়ের আঘাতে দেশটিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হিলারির প্রভাবে এখন বাতাস বইছে প্রতি ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে আঘাত হানার পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ব্যক্তি ঝড়ের সময় গাড়িতে করে একটি শাখা নদী পাড় হওয়ার চেষ্টা করছিলেন।
এছাড়া ঝড়ের জেরে সান্তা রোজালিয়া শহরে বেশ কিছু বাড়ি তলিয়ে গেছে। হিলারি অবশ্য উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে দুর্বল হয়ে যাচ্ছে। তবে গত ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ার প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসেবে আঘাত হেনেছে হিলারি।
এর আগে মেক্সিকো চতুর্থ ক্যাটাগরির এ হারিকেন মোকাবেলায় দেশটি প্রস্তুত বলে জানিয়েছিল।
ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এ সময় বলেছিল, হিলারির কারণে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশঙ্কা রয়েছে।