নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকাগামী একটি ট্রেনের সাথে সিমেন্টবোঝাই ভটভটির সংঘর্ষ হয়েছে। এসময় ভটভটিটির চালক আইনুল হোসেনের (৩০) এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অপরদিকে, ভটভটির আঘাতে রেলের তেলের ট্যাংকি ফুটো হয়ে তেল পড়তে থাকে।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ফতুল্লার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনের সামনে পড়ে সিমেন্টবোঝাই অবৈধ যান ভটভটি। এতে বিকট শব্দে চালকসহ অনেকটা দূরে ছিটকে পড়ে ভটভটিটি। এসময় ভটভটির আঘাত লাগে ট্রেনের সামনের তেলের ট্যাংকিতে। এতে ট্যাংকি ফুটো হয়ে তেল ঝরে পড়ে। তখন ট্রেনটি দুর্ঘটনাস্থলেই থেমে যায়। পরে কোনমতে ট্রেনটি ফতুল্লা রেলস্টেশনে নেয়া হয়।
অপরদিকে ভটভটির হেলপার দুর্ঘটনার আগেই ট্রেন দেখে পালিয়ে যান কিন্তু চালক একাই চেষ্টা করছিলেন রেললাইন থেকে গাড়িটি সরানোর। ওইসময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ভটভটির চালক মারাত্মক আহত হন। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।
চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার সামসুল মোহাম্মদ খাজা সুজন জানান, ট্রেনটি ফতুল্লা রেলস্টেশনে রাখা হয়েছে। আরেকটি ইঞ্জিন এলে রেল চলাচল স্বাভাবিক হবে।
নারায়ণগঞ্জ রেল পুলিশের আইসি নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। আহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি অবৈধ রেলক্রসিং। বিস্তারিত পরে জানানো হবে।