ফেনীর ফুলগাজীতে ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে মা ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনার দুই ঘণ্টা পর প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন বাহরাইন প্রবাসী আমির হোসেন টিপুর স্ত্রী জাহানারা আক্তার সুমি (৩৮) ও তার দুই শিশুপুত্র সাঈদ (৭) ও সিয়াম (৪)।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ জাহানারা আক্তার সুমি (৩৮) সকাল ৯টার দিকে গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। এসময় দুই সন্তান সাঈদ ও সিয়াম তার পাশে খেলছিল। খড় টেনে নেয়ার সময় হঠাৎ গাদাটা ভেঙে পড়ে যায়। মুহূর্তে দুই সন্তানসহ সুমি গাদায় চাপা পড়ে। কমপক্ষে দুই ঘণ্টা পর আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত ডাক্তার মিথিলা কাননগো জানান, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, খড়ের গাদায় চাপা পড়ে তিনজনের মৃত্যু খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।