ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী সাবেক ফরোয়ার্ড রোনালদিনহো বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবেন তিনি। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভারতীয় এই স্পোর্টস প্রমোটারের পৃষ্ঠপোষকতায় ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
শতদ্রু জানিয়েছেন, রোনালদিনহো আগামী ১৮ অক্টোবর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইভেন্টে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত থাকবেন। অধিনায়ক জামাল ভূঁইয়ারও থাকার কথা রয়েছে।
রোনালদিনহো ঢাকা আসার আগে দু’দিন কলকাতায় নানান ইভেন্টে অংশ নেবেন। সেটা শেষ করে দুপুরে ঢাকা আসবেন। পরদিন সকালে ঢাকা ছেড়ে যাবেন তিনি। এর মধ্যে অনুমতি পাওয়া সাপেক্ষে তিনি সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।