রাজশাহীতে একটি থেমে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে নগরের বোয়ালিয়া থানার শিরোইল এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শোভন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক রাজশাহী নগরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ২২ নম্বর দোকানের সামনে পার্কিং করা ছিল। ভোর চারটার দিকে কে বা কারা তাতে আগুন লাগিয়ে দেয়। চালকের আসনে আগুন জ্বলতে দেখে ওই এলাকার নিরাপত্তাকর্মী, ট্রাকচালক, চালকের সহকারীসহ স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ভোরে ট্রাকে আগুনের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। আগুনে চালকের আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস সেই আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা আগুন দিয়েছে, তা ওই ট্রাকের কেউ ও আশপাশে থাকা নিরাপত্তাকর্মীরা দেখেননি। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে তা খতিয়ে দেখবেন।
রাজশাহীতে গত ২৯ অক্টোবর থেকে এখন পর্যন্ত পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ২৯ অক্টোবর বাঘার আটঘরিয়ায় এক ট্রাফিক সার্জেন্টের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে রাজশাহীর মোহনপুরে দুটি ট্রাকে, গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে এবং পুঠিয়ায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া পুঠিয়াতে দিনের বেলায় ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটে। চারঘাটে রেললাইনে দুই দফা নাশকতার চেষ্টা হয়েছে।