প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার ঘরে বসে সিনেমার শুটিংয়ে অংশ নিলেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী। তারা অভিনয় করেছেন ‘ওয়েটিং’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। মজার বিষয় হচ্ছে পেশাদার ক্যামেরা বা ক্যামেরাম্যান দিয়ে নয়, নিজ নিজ মোবাইল ফোনেই তারা তাদের দৃশ্যধারণ করেছেন। ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যটি চলচ্চিত্রটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি।
এই নির্মাতা বলেন, ‘সিনোমার গল্পটাও লকডাউনকে কেন্দ্র করে সাজানো হয়েছে। অন্যদিকে নিশো-মেহজাবীন অসংখ্য নাটকে অভিনয় করলেও, এবারই প্রথম সিনেমায় মুখোমুখি হয়েছেন তারা। হোক না সেটা দৈর্ঘ্যে খানিক ছোট। প্রথম তো!’
অমি আরও বলেন, ‘কাজটি স্বাভাবিক নিয়মে করতে পারলে ৮০ ভাগ জটিলতা কম হতো। তবে এটাও সত্যি, কাজটি করতে গিয়ে অন্য এক অ্যাডভেঞ্চারের ভেতরে ডুবে গেছি। আমাদের সবার নতুন একটা অভিজ্ঞতা হলো। আফটার অল অনেক ভালো একটি কাজ হয়েছে।’
সিলভার স্ক্রিনের ব্যানারে নির্মিত ‘ওয়েটিং’র গল্প এগিয়েছে ফেসবুকে পরিচয় হওয়া দুটো মানুষকে ঘিরে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দুজনে যেদিন সিদ্ধান্ত নেয় দেখা করার, সেদিনই পুরো শহর লকডাউন! মূলত এখান থেকেই সরল গল্পটিতে জটিল একটা বাঁক নেয়। চলতি সপ্তাহের মধ্যেই এটি উন্মুক্ত হচ্ছে সিলভার স্ক্রিন নামে ইউটিউব চ্যানেলে।