অসুস্থ হয়ে পড়লেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার সন্ধ্যায় তিনি হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। দিল্লির এইমস হাসপাতালে কার্ডিও বিভাগে তিনি এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণাধীন রয়েছেন।
গত পরশুও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। কোনো শারিরীক সমস্যা ছিল না। সূত্রের খবর, রোববার সন্ধ্যাতে তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন। স্থানীয় সময় রাত ৮.৪০ নাগাদ তাকে হাসপতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে এইমস-এর স্বনামধন্য় হৃদরোগ বিশেষজ্ঞ নীতিশ নায়েকের অধীনে ভর্তি রয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী। অবশ্য তাকে আইসিউ-তে নেয়া হয়নি।
এইএমস সূত্রে খবর, সাবেক প্রধানমন্ত্রীর শ্বাসকষ্টজনিত সমস্যাও রয়েছে। অতীতে তার হার্ট সার্জারিও হয়েছে। তিনি কী ওষুধ খেতেন, শারীরিক অবস্থা ঠিক কেমন ছিল খতিয়ে দেখছেন এইমস-এর চিকিৎসকদের দল।
সূত্র : নিউজ ১৮