করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের সিনেমা ও নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোও সম্মিলিত সিদ্ধান্তে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে সব ধরনের শুটিং বন্ধ রেখেছে। তবে সে আদেশ অমান্য করে গত রোববার নাটকের শুটিং করেন পরিচালক আদিবাসী মিজান।
ঈদের জন্য নির্মিত এই নাটকের শুটিং চলে পূবাইলের হাসনাহেনা শুটিংবাড়িতে। এতে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানও উপস্থিত ছিলেন। বিষয়টি নাট্য সংশ্লিষ্ট সংগঠনগুলোর নজরে আসলে তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ করে দেয় পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএ হক অলিক।
তিনি বলেন, ‘আমরা খবর পাই, পূবাইলের হাসনাহেনা শুটিংবাড়িতে নাটকটির কাজ শুরু হয়েছিল। পরে তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। ফোনে কথা বলার সঙ্গে সঙ্গে তারা শুটিং বন্ধ করে দেয় এবং চলে আসে।’
এদিকে, শুটিং ইউনিট সূত্রে জানা যায়, এক বছর আগের পুরোনো একটি নাটকের অংশ বিশেষ শুটিং করতে গিয়েছিলেন পরিচালক মিজান ও তার দল। নাটকের প্রথমভাগের কাজ হয়েছিল নেপালে। রোববার তারই শেষ অংশের শুটিং করছিলেন তারা।