অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমন্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগের পক্ষে রায় দিয়েছে আপিল আদালত। বুধবার ৫ম ইউএস সার্কিট কোর্ট অব আপিলস ২-১-এ এই রায় দেয়। এ রায় টেক্সাসের রিপাবলিকান গভর্নরের জন্য বিরাট বিজয় হিসেবে গণ্য হচ্ছে। রায়ে টেক্সাসের ওপর বেড়া দেওয়ার ওপর সাময়িক যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সেটিও প্রত্যাহার করা হয়।
সার্কিট বিচারপতি কাইল ডানকান তার রায়ে বলেন, টেক্সাস ইউএস বর্ডার পেট্রোলকে ‘নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করছে না। বরং সে তার নিজের সম্পদ নিরাপদ রাখার কাজ করছে।
উল্লেখ্য বিচারপতি কাইল নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে নিযুক্ত হয়েছিলেন।
ডানকান বলেন, ফেডারেল সরকার তার সার্বভৌম রক্ষাকবচে ছাড় দিয়েছিল। টেক্সাস অভিবাসন আইন প্রয়োগে বাধা দিচ্ছে এবং মেক্সিকোর সাথে সরকারের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে বলে ধারণাও খারিজ করে দেন তিনি।
তিনি বলেন, সম্পত্তির অগণিত মালিকের অধিকার হস্তক্ষেপ করার অধিকার ফেডারেল অভিবাসন আইনের নেই।
রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এই রায়কে ‘টেক্সাসের জন্য বিরাট বিজয়’ হিসেবে অভিহিত করেন।
তিনি তার এক্স-এ বলেন, ‘বাইডেন প্রশাসন টেক্সাসের সীমান্তে বেড়া দেওয়ার ব্যাপারে হস্তক্ষেপ করছিলেন। টেক্সাসের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য আমরা সব কাজ করেছি।’