বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়লো বিমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়কে চলমান একটি গাড়ির ওপর ছোট আকারের একটি উড়োজাহাজ আছড়ে পড়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে আই-১৯ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই এই গাড়ির ওপর আছড়ে পড়ার দৃশ্যটি এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, জরুরি অবতরণের সময় বিমানটি ৫৭ বছর বয়সী এক নারী চালিত একটি টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর আছড়ে পড়ে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল যে, মহাসড়কের পাশে ফাঁকা ঝোপ এলাকায় অবতরণ করবেন। কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় আর সড়কের ওপারে যেতে না পেরে বিমানটি সেখানেই আছড়ে পড়েছিল।

দুর্ঘটনার পরপরই গাড়ি ও উড়োজাহাজ থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশসূত্র জানিয়েছে, যে নারী গাড়ি চালাচ্ছিলেন, তিনি সামান্য আহত হয়েছেন। বিমানটিতে চালক ও একজন যাত্রী ছিলেন, উভয়েরই বয়স ২৭ বছর, এবং তাঁরা অক্ষত আছেন।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com