বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সিরিয়ায় গুপ্ত হামলা, দুই সেনাসহ তিন মার্কিনি নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার

সিরিয়ায় দুই মার্কিন সেনাসহ এক বেসামরিক নাগরিকের ওপর হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এতে তিন মার্কিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিন মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, হামলায় আরও তিনজন মার্কিন সেনা আহত হয়েছেন। পরে সংঘর্ষে হামলাকারী নিজেও নিহত হয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করেনি সেন্টকম।

এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানিয়েছে, এটি ছিল একজন আইএস বন্দুকধারীর একক অতর্কিত হামলা। পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাটি আইএসই চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, এটি যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিরুদ্ধে আইএসের হামলা। এর জবাবে খুবই কঠোর প্রতিশোধ নেওয়া হবে। তিনি আরও জানান, আহত তিন সেনার অবস্থা স্থিতিশীল।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিলেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এবং হামলাকারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, দেশটির মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরায় এই হামলার ঘটনা ঘটে। ওই সময় মার্কিন সেনারা গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক পরিচালনা করছিলেন। হামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, এই হামলা এমন একটি এলাকায় হয়েছে, যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় দুইজন সিরীয় নিরাপত্তা সদস্যও আহত হয়েছেন।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বলেন, যারা বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের লক্ষ্য করবে, তাদের জানিয়ে দেওয়া হচ্ছে—যুক্তরাষ্ট্র তাদের খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানী এক্সে দেওয়া এক বার্তায় হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, মধ্য সিরিয়ায় যুক্তরাষ্ট্র–সিরিয়া যৌথ টহলের ওপর চালানো এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার আমি তীব্র নিন্দা জানাই। আমরা সিরীয় অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবাদ দমনে অঙ্গীকারবদ্ধ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com