চিলির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কট্টর ডানপন্থী নেতা হোসে আন্তোনিও কাস্ত। উনিশশো নব্বই সালে সামরিক শাসনের অবসানের পর এই নির্বাচনে দেশটি সবচেয়ে বড় ডানপন্থী রাজনৈতিক ঝোঁক দেখল। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে কাস্ত আটান্ন শতাংশের বেশি ভোট পেয়ে ক্ষমতাসীন বামপন্থী জোটের প্রার্থী জেনেট জারাকে পরাজিত করেন।
নির্বাচনী প্রচারে অপরাধ, অভিবাসন ও নিরাপত্তা ছিল প্রধান ইস্যু। বিজয় ভাষণে কাস্ত শৃঙ্খলা ফিরিয়ে আনা, অপরাধী ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দেশজুড়ে ভয় ও উদ্বেগের অবসান ঘটানোর অঙ্গীকার করেন।
সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোচে এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থক কাস্ত সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, অবৈধ অভিবাসী অপসারণ, সর্বোচ্চ নিরাপত্তার কারাগার স্থাপন এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক নীতির কারণে তার জয়কে ইতিবাচকভাবে দেখছেন কিছু বিনিয়োগকারী।
তবে সমালোচকদের আশঙ্কা, কাস্তের প্রেসিডেন্সি চিলির কট্টর ডানপন্থী অতীতকে আবারও সামনে আনতে পারে। গর্ভপাত, অভিবাসন ও পরিবেশ সুরক্ষা বিষয়ে তার কঠোর অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে। পরাজয় স্বীকার করে জারা বলেন, গণতন্ত্র স্পষ্টভাবে নিজের মত জানিয়েছে, এবং দেশের কল্যাণে কাস্তের সাফল্য কামনা করেন।
এ জাতীয় আরো খবর..