

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য বিশেষ নিবিড় পুনর্গণনা (এসআইআর)–এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নাম বাদ পড়াদের মধ্যে অমুসলিমদের সংখ্যা বেশি কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তালিকার প্রাথমিক বিশ্লেষণে এমনটাই ইঙ্গিত মিলছে।
এসআইআরে বাদ পড়া ভোটারদের ‘আনম্যাপড’ বলা হচ্ছে—যাদের বা তাদের পরিবারের কারও নাম ২০০২ সালের সর্বশেষ এসআইআরে নেই। রাজ্যজুড়ে প্রায় আটান্ন লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যায়নি; এ ছাড়া আরও প্রায় ত্রিশ লক্ষ আনম্যাপড ভোটার থাকতে পারে বলে জানিয়েছে নির্বাচন দপ্তর।
মতুয়া অধ্যুষিত একাধিক বিধানসভা এলাকায়ও বিপুলসংখ্যক ভোটার আনম্যাপড রয়েছেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন গবেষকরা। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, মুসলিম জনসংখ্যা বেশি এমন আসনগুলোতে এসআইআরের প্রথম ধাপে আনম্যাপড ভোটারের হার তুলনামূলকভাবে কম।