সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় অমুসলিমদের নাম বাদ পড়া নিয়ে বিতর্ক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য বিশেষ নিবিড় পুনর্গণনা (এসআইআর)–এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নাম বাদ পড়াদের মধ্যে অমুসলিমদের সংখ্যা বেশি কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তালিকার প্রাথমিক বিশ্লেষণে এমনটাই ইঙ্গিত মিলছে।

এসআইআরে বাদ পড়া ভোটারদের ‘আনম্যাপড’ বলা হচ্ছে—যাদের বা তাদের পরিবারের কারও নাম ২০০২ সালের সর্বশেষ এসআইআরে নেই। রাজ্যজুড়ে প্রায় আটান্ন লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যায়নি; এ ছাড়া আরও প্রায় ত্রিশ লক্ষ আনম্যাপড ভোটার থাকতে পারে বলে জানিয়েছে নির্বাচন দপ্তর।

কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, পশ্চিমবঙ্গে যেসব বিধানসভা আসনে মুসলিম জনসংখ্যার অনুপাত বেশি, সেসব আসনে বিশেষ নিবিড় পুনর্গণনা (এসআইআর)-এর প্রথম ধাপে ‘আনম্যাপড’ ভোটারের হার তুলনামূলকভাবে কম। শহরাঞ্চলে—কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, আসানসোল—নাম বাদ পড়ার হার বেশি, আর মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সীমান্তবর্তী জেলাগুলোতে হার কম।

মতুয়া অধ্যুষিত একাধিক বিধানসভা এলাকায়ও বিপুলসংখ্যক ভোটার আনম্যাপড রয়েছেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন গবেষকরা। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, মুসলিম জনসংখ্যা বেশি এমন আসনগুলোতে এসআইআরের প্রথম ধাপে আনম্যাপড ভোটারের হার তুলনামূলকভাবে কম।

তবে চূড়ান্তভাবে কতজন ভোটার তালিকা থেকে বাদ পড়বেন, তা নথি যাচাইয়ের পরই স্পষ্ট হবে। উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com