বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে দেশটির লাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে আনার ঘটনায় ‘বিপজ্জনক নজির’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন। মহাসচিব এই পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

শনিবার (৩ জানুয়ারি), মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ভেনেজুয়েলায় উত্তেজনা বাড়ায় মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানহীনতা প্রকাশ করছে এবং এর ফলে দক্ষিণ আমেরিকায় ভবিষ্যতে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

গুতেরেস সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন অনুসরণের পাশাপাশি মানবাধিকার রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফলকার তুর্কও বলেছেন, ‘ভেনেজুয়েলার জনগণের নিরাপত্তা এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং পরবর্তী পদক্ষেপের দিকনির্দেশনা এটি নির্ধারণ করবে।’

স্থানীয় সময় শুক্রবার রাতের ঘটনায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন বিমানবাহিনী আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। তারা বর্তমানে ফেডারেল হেফাজতে রয়েছেন।

এক সাক্ষাৎকারে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মাত্র চার দিন আগে তিনি এই অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন।

সূত্র : ইউএন নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com