বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

কুয়াশাভেজা সকালে শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে মানুষের শ্রদ্ধা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার

শীতের ঘন কুয়াশা উপেক্ষা করেই আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল থেকেই দেখা যায়, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে দুই নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকছেন এবং দেশ ও জাতির কল্যাণে তাদের অবদান স্মরণ করছেন।

এদিন আগত দর্শনার্থীরা বিশেষভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। জিয়ারতকারীরা আল্লাহর দরবারে তার পরকালীন শান্তি ও জান্নাত নসিবের জন্য প্রার্থনা করেন।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল-এর একটি প্রতিনিধি দল শেরে বাংলা নগরে উপস্থিত হয়। তারা শহীদ জিয়ার কবরের পাশে বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢা‌বি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস্য স‌চিব অধ্যাপক ড. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম, আর্থ এন্ড এনভায়রন‌মেন্ট সাই‌ন্সের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন ক‌বীর, ফজলুল হক মুস‌লিম হ‌লের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ই‌লিয়াস আল মামুন, স‌লিমুল্লাহ মুস‌লিম হ‌লের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন, জগন্নাথ হ‌লের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, অমর একু‌শে হ‌লের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, মুক্তি‌যোদ্ধা জিয়াউর রহমান হ‌লের প্রাধ্যক্ষ ড. মো. নাজমূল হো‌সাইন, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আখতার হোসেন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢা‌বি ক্লা‌বের সভাপ‌তি অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, ঢা‌বি কলা অনুষ‌দ সাদা দ‌লের আহ্বায়ক অধ্যাপক নুরল আ‌মিন, চারুকলা অনুষদ সাদা দলের আহ্বায়ক ইসরাফিল রতন, বিজ্ঞান অনুষদ সাদা দ‌লের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, আর্থ এন্ড এনভায়রন‌মেন্ট সাই‌ন্স সাদা দলের আহ্বায়ক মো. শ‌ফিউল্লাহ, আইন অনুষদ সাদা দ‌লের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজমুজ্জামান ভূইয়া, ঢাবি দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুলউলায়ী,  মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, অধ্যাপক আ‌নিসুর রহমান, রাষ্ট্র বিভা‌গের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com