বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

করোনায় আক্রান্ত অমিতাভ-অভিষেক, হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২৪৩ বার
Amitabh Bachchan with Abhishek Bachchan After The Press Confarance at their resident. Aishwariya Rai Bachchan was discharged from the Seven Hills Hospital on Tuesday. *** Local Caption *** "Amitabh Bachchan with Abhishek Bachchan After The Press Confarance at their resident. Aishwariya Rai Bachchan was discharged from the Seven Hills Hospital on Tuesday. Express Photos by Pradip Das , Mumbai, 22/11/11."

ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর প্রকাশের কিছুক্ষণ পর জানা গেছে, এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘শাহেনশাহ’ খ্যাত অভিনেতার ছেলে অভিষেক বচ্চনও। তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন।

বলিউডভিত্তিক জনপ্রিয় পত্রিকা ফিল্মফেয়ার শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এক টুইট বার্তায় এ তথ্য জানায়। এ ছাড়া নিজের টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন অভিষেক নিজেও।

টুইটারে অভিষেক লিখেছেন, ‘অল্প সময়ের ব্যবধানে আমি আর বাবা দুজনই কোভিড-১৯ পজিটিভ। আমাদের দুজনেরই কিছু উপসর্গ ছিল। আমরা হাসপাতালে ভর্তি। আমাদের পরিবারের সব সদস্য ও কাজের লোকদেরও টেস্ট করা হচ্ছে। দয়া করে কেউ দুশ্চিন্তা করবেন না, প্রার্থনা করুন।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর জানান অমিতাভ। তিনি লিখেন, ‘আজ (শনিবার) সন্ধ্যায় আমি করোনা পজিটিভ শনাক্ত হয়েছি। হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমার পরিবারের সবাই নমুনা পরীক্ষা করেছেন। রিপোর্টের অপেক্ষায় আছি।’

পোস্টে তিনি আরও লিখেন, ‘গত ১০ দিনে আমার সংস্পর্শে বা কাছাকাছি যারা এসেছেন, তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।’

অল্প সময়ের ব্যবধানে বাবা-ছেলের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি বেশ ভাবাচ্ছে বলিউডের অন্যান্য অভিনয় শিল্পীদের। তাদের সুস্থতা কামনায় টুইটারে অনুপম খের, অর্জুন রামপাল, সোনম কাপুর, সোনো সুদ, রাজকুমার রাও, ইয়ামি গুপ্তাসহ অনেক তারকাই দুজনের জন্য প্রার্থনার অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com