বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে চলতি বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার জামাত মসজিদে অনুষ্ঠিত হবে। এবার কোনো উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না।
গতকাল সোমবার দেশটির ইসলামী মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লাতিফ আল শেইখ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে এবার কোনো খোলা ময়দানে নামাজ আদায় করা হবে না। এজন্য মসজিদসমূহে করোনা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে সোমবার একটি বিজ্ঞপ্তিও জারি করেছে সৌদির ইসলামী মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তি ইতোমধ্যে দেশটির সকল অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে ঈদুল আজহার নামাজের প্রস্তুতির জন্য বড় বড় মসজিদসমূহ তৈরি করা হচ্ছে। যথারীতি প্রতিটি মসজিদের প্রবেশ পথে স্যানিটাইজার ব্যবস্থা থাকবে। মসজিদে আবশ্যিকভাবে অবশ্যই মুখে মাস্ক পরে প্রবেশ করতে হবে।
তবে বয়স্ক ও অসুস্থদের বাসায় থেকে ঈদের নামাজ আদায় করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।