ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। লকডাউনের আগে থেকেই ঘরবন্দি জীবন শুরু করেন তিনি। তবে সম্প্রতি অনেক দিন পর ক্যামেরার সামনে দাড়ালেন এই অভিনেত্রী। অমিতাভ রেজার নির্দেশনায় বসুন্ধরা অয়েলের একটি বিজ্ঞাপনের মাধ্যমে কাজ শুরু করেন বলে জানান । ঠিক কতদিন পর কাজ শুরু করলেন? উত্তরে তিনি বলেন, মার্চ মাসের ১৪ তারিখে আমি বাসায় থাকা শুরু করেছি। লকডাউনের আগে আমার শেষ কাজ ছিলো একটা বিজ্ঞাপনের। চার মাসের শেষ দিন আবার বিজ্ঞাপন দিয়ে ক্যামেরার সামনে দাড়ালাম। সব কিছু ঘুরে আবার একই জায়গায় আসে, এই কাজের মধ্য দিয়ে সেটা অনুধাবন করেছি।
এই বিজ্ঞাপনে প্রথমবারের মতো তিনি জুটি বাঁধলেন তার স্বামী শাহেদ আলীর সঙ্গে। এ প্রসঙ্গে তার ভাষ্য, আমাদের দাম্পত্য জীবনের ১৪ বছর চলছে। এরমধ্যে একসাথে বেশ কিছু নাটকে কাজ করেছি। কিন্তু কখনো একসঙ্গে বিজ্ঞাপন করা হয়নি। অবশেষে সেটিও হলো। আসছে ঈদে বিজ্ঞাপনটি প্রচারে আসবে। শুটিংয়ে ফিরতে দেরি করলেন কেন? জবাবে তিনি বলেন, সত্যি আমি ভয়ে ছিলাম। তাই এতদিন কাজে ফেরা হয়নি। কিন্তু এভাবে আর কতদিন থাকবো। সেই কারণে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া অমিতাভের ইউনিট আমার চেনা-জানা। বলা যায়, সেই কারণে তাদের ইউনিট দিয়ে কাজ শুরু করেছি। আপাতত চেনা জানা মানুষদের সঙ্গেই কাজ করবো। কারণ কাজের সাথে নিরাপদ থাকাও জরুরী।লকডাউনের আগে এই অভিনেত্রী ‘থার্টি ডেইজ’ শিরোনামে একটি ওয়েব সিরিজে কাজ করেন। ওয়েব সিরিজ নিয়ে তার ভুল ধারনা ছিলো বলে জানান অভিনেত্রী। এই কাজের মধ্য দিয়ে সেই ভুল ধারনা ভাঙ্গে তার। ভালো গল্প ও চরিত্র পেলে ওয়েব সিরিজে আরো কাজ করার কথা জানান তিনি। এদিকে এখন তার হাতে ‘খান বাড়ি বাড়াবাড়ি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক আছে বলেও জানান।