করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব যেন স্থবির হয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার উৎপত্তিস্থল চীনে কমেছে সংক্রমণ ও মৃত্যু।
করোনার মধ্যে ছয় মাস বন্ধ ছিল চীনের সিনেমা হলগুলো। এতে ক্ষতি হয়েছে ১৮২ মিলিয়ন ডলার।
চীনের ফিল্ম প্রশাসন বলছে, যেসব জায়গায় সংক্রমণ কম, সেখানে আজ সোমবার থেকে খোলা হবে সিনেমা হল।
চীনে জানুয়ারি মাস থেকে সিনেমা হল বন্ধ। অনেকেই ব্যবসা ছাড়তে বাধ্য হয়েছে। এখন সীমিত পরিসরে খোলা হবে সিনেমা হল, ৩০ শতাংশ সিটে লোক বসবে। আগের তুলনায় অর্ধেক সিনেমা দেখানো হবে। যারা আসবেন তাদের তাপমাত্রা মাপা হবে এবং মাস্ক পরা সবার জন্য বাধ্যতামূলক। সূত্র : বিবিসি