করোনাভাইরাসের কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব পাঠাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানোর কাজ চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, করোনাভাইরাসের কারণে এই বছর সিলেবাস শেষ করতে পারেনি শিক্ষার্থীরা। সেপ্টেম্বরে স্কুল খুলে দেয়া হলেও বাকি সময়ের মধ্যে সেটা পুরোপুরি শেষ করা যাবে না। তাই এই বছর এই দুটি পরীক্ষা না নেয়ার বিষয়ে ভাবা হচ্ছে।
তিনি বলেন, ‘কিছুদিন আগে মুখ্যসচিবের সাথে বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে। তার ভিত্তিতে প্রধানমন্ত্রীর কাছে সারসেংক্ষেপ পাঠানো হচ্ছে। তার অনুমোদন পাওয়া গেলে এই বছর এই দুটি সমাপনী পরীক্ষা আর হবে না।’
সূত্র : বিবিসি