জার্মানির একটি শীর্ষ আদালত রাজধানী বার্লিনে শিক্ষিকাদের জন্য হিজাব পরিধান নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। দেশটির ফেডারেল লেবার কোর্ট বৃহস্পতিবার এই রায় দেন। হিজাব পরিধান করার কারণে বার্লিনে একজন মুসলিম নারীকে শিক্ষক হিসেবে গ্রহণ না করার ঘটনার প্রতিক্রিয়ায় আদালত বলেছেন, ‘ধর্মের কারণে তার সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
‘বার্লিনস ২০০৫ নিউট্রালিটি অ্যাক্ট’-এর অধীনে সরকারি কর্মচারীদের জন্য ধর্মীয় পোশাক ও নিদর্শন পরিধান এবং শহরের শিক্ষকদের জন্য হিজাব নিষিদ্ধ।