সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, কেউ তো ভ্যাকসিন বের করো রে বাবা, না হলে আমার যৌবনটাই মাটি! এর সঙ্গে একটি মজার ইমোজিও জুড়েছেন মালাইকা। তার এমন পোস্ট মুহুর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জানিয়েছিলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগেই প্রকাশ্যে আসে প্রেমিক অর্জুন কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবরটি। ডাক্তার ও প্রশাসনের পরামর্শ মেনে বাড়িতেই নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন উপসর্গহীন মালাইকা। এবার তিনিই করোনা ভ্যাকসিনের জন্য জানিয়েছেন আকুল আবেদন।
ইনস্টাগ্রাম স্টোরিতে তার এই পোস্ট রসিকতার নজরে দেখলেও অনেকেই বলছেন যে, মারণ ভাইরাসের রোষে পড়েও কিন্তু মনের জোর ঠিক রেখেছেন মালাইকা। নইলে কী আর এ রকম পোস্ট সম্ভব?