‘মিল্কি বিউটি’ হিসেবে পরিচিত দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। হিন্দি ভাষার ‘আন্ধাধুন’ ছবির তেলেগু রিমেকের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তামান্না অভিনেত্রী টাবুর চরিত্রটি রূপায়ন করবেন। চরিত্রটি একটু সাহসী। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। টলিউড ডটনেট জানিয়েছে, ছবিটিতে অভিনয়ের জন্য ‘বাহুবলী’ তারকা ২ কোটি রুপি চেয়েছেন। প্রযোজক আর নির্মাতারা তাতে রাজিও হয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আন্ধাধুন’ ছবির তেলেগু রিমেকের ঘোষণা দেওয়া হয়। এর পর করোনা মহামারীর কারণে শুটিং শুরু করা যায়নি। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছবিটিতে তামান্না ও নাবা নাতেশের অভিনয়ের বিষয়টি জানানো হয়। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নীতিন। আয়ুষ্মান খুরানার চরিত্রে দেখা যাবে তাকে। তার প্রেমিকা রাধিকা আপ্তের চরিত্রে অভিনয় করবেন নাবা। ছবিটি পরিচালনা করবেন মেরলাপাকা গান্ধী। আগামী নভেম্বর থেকে এটির শুটিং শুরুর কথা রয়েছে।