করোনাভাইরাসের আক্রান্ত হলেন মঞ্চ ও টেলিভিশনের বরেণ্য অভিনেতা আতাউর রহমান। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। আতাউর রহমান নিজেই এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পর আমার প্রচণ্ড কাশি শুরু হয়। সারা রাত ঘুমাতে পারিনি। পরে জ্বরও ১০০ ডিগ্রিতে ছুঁইছুঁই। গতকাল বাসায় এসে করোনা পরীক্ষার জন্য আমার স্যাম্পল নিয়ে যায়। আজ রিপোর্টে পজিটিভ এসেছে।’
আতাউর রহমান আরও বলেন, ‘শারীরিকভাবে খুব একটা সমস্যা হচ্ছে না। তাই বাসাতেই চিকিৎসা নিচ্ছি ও তাদের পরামর্শে চলছি।’