দেশের উৎসবগুলোতে প্রতিটি টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। প্রতিবারের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে থাকছে বেশকিছু নাটক। তারই ধারবাহিকতায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন পূজার বিশেষ একক নাটকে। নাম ‘রঙ’।
এসএস রাত্রির রচনায় এটি পরিচালনা করেন তরুণ নারী নাট্যনির্মাতা আর এন রুম্পা। সম্প্রতি ঢাকার দোহার নবাবগঞ্জে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
‘রঙ’ নাটকে তিশা ও শাওন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শেলি আহসান, এসএম আশরাফুল আলম, জয়ীতা, নিরব খান, সারাফাতসহ অনেকেই।
নির্মাতা রুম্পা জানান, আসছে পূজায় ‘রঙ’ প্রচার হবে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে।