ভারতের রাজকোটের আজকের ম্যাচটি কয়েকটি কারণে খুব গুরুত্বপূর্ণ। ম্যাচটি জিতলে সিরিজ জয়ের পাশাপাশি দুটি রেকর্ড গড়বে বাংলাদেশ- ভারতের মাটিতে প্রথম এবং উপমহাদেশের প্রথম দেশ হিসেবে টি-২০ সিরিজ জয়। তবে দল ছাড়াও ব্যক্তিগতভাবে আজ একটি রেকর্ড গড়ার সামনে আছেন মাহমুদুল্লাহ। মাত্র দুটি ছক্কা হাঁকালেই অনন্য এক কীর্তি গড়বেন বাংলাদেশ অধিনায়ক। টি-২০তে ছক্কার হাফসেঞ্চুরি করবেন তিনি।
এ পর্যন্ত ৮১টি ম্যাচে ৪৮টি ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ। এর আগে প্রথম টি-২০তে ম্যাচ-জয়ী ছক্কাটি হাঁকিয়ে ছিলেন তিনি।
আজ আরো দুটি ছক্কা মারলেই বাংলাদেশের হয়ে প্রথম টি-২০তে অর্ধশত ছক্কার রেকর্ড গড়বেন তিনি। কারণ এ পর্যন্ত কোনো টাইগারই টি-২০তে এতো ছক্কা হাঁকাননি।
টি-২০তে তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের ছক্কা সংখ্যা মাহমুদুল্লাহর চেয়ে অনেক কম। মাহদুল্লাহর পর সবচেয়ে বেশি ছক্কা তামিমের, ৪১টি। সাকিবের ছক্কা সংখ্যা ৩৩টি আর মুশফিকের ৩১টি। আজ তাই রেকর্ড গড়ার দৌড়েঁ এগিয়ে মাহমুদুল্লাহ।