বলিউড অভিনেত্রী সোনম কাপুরের সুঅভিতনেত্রী হিসেবে সুনাম রয়েছে। নিজেকে একেক সময় একেক ধরনের চরিত্রে হাজির করেন তিনি। এবার এই নায়িকাকে দেখা যাবে দৃষ্টিহীন চরিত্রে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, বলিউডের খ্যাতনামা বাঙালি পরিচালক সুজয় ঘোষ কোরিয়ান ছবি ‘ব্লাইন্ড‘ এর রিমেক করতে যাচ্ছেন। যদিও এখানে সুজয় থাকবেন প্রযোজকের আসনে আর ছবিটি পরিচালনা করবেন তার ঘনিষ্ঠ বন্ধু সোম মাখিজা। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সোনম কাপুরকে।
ক্রাইম থ্রিলার ঘরানার ছবিটিতে সোনম কাপুর অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত। সোনমকে পেয়ে খুশি প্রযোজক সুজয় ঘোষও। তিনি জানিয়েছেন, দৃষ্টিহীন নারীর চরিত্রে তিনি বলিউডে সোনম ছাড়া অন্য কাউকেই দেখতেই পারছেন না। ‘ব্লাইন্ড’ ছবির হিন্দি রিমেক নিয়ে বেশ আশাবাদীও তিনি।
প্রসঙ্গত, কোরিয়ান ছবি ‘দ্য ইনভিজিবল গেস্ট’ অবলম্বনে ‘বদলা’ ছবিটি তৈরি করেছিলেন সুজয় ঘোষ। ছবিটি বক্স অফিসে বেশ হিট হওয়ার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছিল।
Like!! Great article post.Really thank you! Really Cool.