সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আগামী ১৯ জানুয়ারি। এ উপলক্ষে ১৭ জানুয়ারি থেকে ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস’-এ শুরু হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এটির আয়োজন করেছে ব্লাডমেট।
সৌমিত্র যখন হাসপাতালে ছিলেন, তখন তাকে রক্ত দেওয়ার ব্যবস্থা করেছিল এই সংস্থাই। দুর্ভাগ্যবশত অভিনেতাকে ফেরানো যায়নি। তাই তাকে শ্রদ্ধা জানাতে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সংস্থাটি। এর সঙ্গে যোগ দিয়েছে ‘দ্য সৌমিত্র চ্যাটার্জি ফাউন্ডেশন’ এবং সৌমিত্রকন্যা পৌলমী বসুর নাট্যদল ‘মুখোমুখি’।
ব্লাডমেট দীর্ঘদিন ধরেই রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা, তথ্যবিষয়ক নানা কাজের সঙ্গে জড়িত। সৌমিত্রকে সম্মান জানাতে এটি একটি অনন্য উদ্যোগ বলে জানায় সংস্থাটি। আর এতে পৌলমীর সহযোগিতা পেয়ে আরও উৎসাহিত তারা। গত বছরের ১৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সৌমিত্র চট্টোপাধ্যায়।