শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

প্রেমের কথা থাকেনি মনের ভেতর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ১৬৭ বার

বলিউড তারকাদের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। ডুবে ডুবে জল খেতেই বেশি পছন্দ করেন তারা! শুরুতে নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দেন, এর পর হঠাৎই বিয়ের পিঁড়িতে বসার কথা শোনা যায়। বর্তমানে বলিউডে বেশ কয়েকজন তারকা জুটি আছেন, যারা প্রেম নিয়ে লুকোচুরি করেছেন। কিন্তু আড়ি পাতলেই শোনা যায় তাদের প্রেমের গল্প। বিভিন্ন সময় মুখ ফসকে এসব তারকার প্রেমের সত্যতা বেরিয়ে এসেছে। এমন কয়েকটি ঘটনা নিয়েই এই প্রতিবেদন…

অনিল কাপুর

বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। প্রায়ই একসঙ্গে দেখা যায় দুজনকে। কিন্তু প্রেমের গুঞ্জন উঠলেই তাদের বক্তব্য, ‘উই আর জাস্ট গুড ফ্রেন্ড।’ সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’তে অভিনেতা অনিল কাপুর মুখ ফসকে বলে ফেলেন টাইগার-দিশার সম্পর্কের কথা। সঞ্চালক এই অভিনেতাকে প্রশ্ন করেন, বলিউড তারকাদের মধ্যে কার ডায়েট চুরি করতে চান? উত্তরে তিনি বলেন, ‘আমি টাইগারের ডায়েট চুরি করতে চাই।’ এর পরই অনিল বলেন, ‘টাইগারের একজন আছে না, দিশা পাটানি- ফিট থাকতে আমি তার ডায়েট চুরি করেছি।’

অক্ষয় কুমার

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। কয়েকদিন আগে ইংরেজি নববর্ষ বরণ করতে একসঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন তারা। কিন্তু প্রেমের সম্পর্কের প্রশ্ন আসতেই মুখে কুলুপ আঁটেন দুজনেই। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’তে সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের বিষয়ে ইঙ্গিত দেন অক্ষয় কুমার। প্রেম নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কিয়ারা। এ সময় তাকে খোঁচা দিয়ে ‘খিলাড়ি’ তারকা বলেন, ‘খুবই সিদ্ধান্তওয়ালী মেয়ে তিনি।’ এর পর আর কারোরই বুঝতে বাকি থাকে না এটি দিয়ে অভিনেতা কী বোঝাতে চেয়েছেন।

করণ জোহর

অর্জুন-মালাইকার প্রেমের গল্পটি ফাঁস করেছিলেন করণ জোহরও। তার উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর এক পর্বে অতিথি হন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। সেই সময় তিনি জানান, মালাইকা তার ক্রাশ। এরই প্রেক্ষিতে করণ জানিয়েছিলেন, মালাইকা অর্জুনের সঙ্গে প্রেম করছেন।

প্রিয়াংকা চোপড়া

‘কফি উইথ করণ’-এর একটি পর্বে হাজির হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও কারিনা কাপুর খান। সেখানে সঞ্চালক প্রিয়াংকার কাছে বরুণ ধাওয়ানের প্রেমের গুঞ্জন প্রসঙ্গে জানতে চান। ‘বাজিরাও মাস্তানি’ তারকা তখন জানান, বিষয়টি তার জানা নেই। তবে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের কথা তিনি স্বীকার করেন। প্রিয়াংকার বক্তব্য বেশ আলোচনায় আসে। কারণ অর্জুন-মালাইকা তখনো তাদের প্রেম নিয়ে লুকোচুরি করছিলেন।

দীপিকা পাড়ুকোন

বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অনেক জল্পনার পর সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেছেন তিনি। এমনকি দুজনে বিয়ের পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন। কিন্তু অনেক আগেই দীপিকা পাড়–কোন এই তথ্যটি ফাঁস করেছিলেন। মনোজ বাজপেয়ী, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, বিজয় সেথুপাতি, বিজয় দেবরকোন্ডাসহ বলিউড ও দক্ষিণী সিনেমার একঝাঁক তারকার এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ‘পদ্মাবত’ তারকা। কথা প্রসঙ্গে একপর্যায়ে বিজয় দেবরকোন্ডা বলেন, ‘কোনো রাখঢাক না রেখেই বলতে পারি, এখানে উপস্থিত সবারই ক্রাশ দীপিকা ও আলিয়া। দীপিকা বিয়ে করেছেন, কিন্তু…।’ কথার মাঝে বিজয়কে থামিয়ে দীপিকা বলেন, ‘আলিয়াও বিয়ে করতে যাচ্ছে।’ তখনই দীপিকাকে উদ্দেশ করে আলিয়া বলেন, ‘মাফ করবে, তুমি কেন আমার বিয়ের ঘোষণা দিলে?’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com