শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

আবারো বায়তুল মুকাদ্দাসের গভর্নরকে আটক করল ইসরাইলি বাহিনী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ২৮৯ বার

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম আল-কুদস শহরের ফিলিস্তিনি গভর্নর আদনান কায়েসকে নিজ বাসভবন থেকে ধরে নিয়ে গেছে কয়েকজন ইসরাইলি সেনা। ইতোমধ্যে কায়েসকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে ইসরাইলি সেনারা।

এ বিষয়ে ইসরাইলি সেনাদের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন, বায়তুল মুকাদ্দাস শহরে ফিলিস্তিনিদের তৎপরতার দায়ে কায়েসকে আটক করা হয়েছে। তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আদনান কায়েসের সম্পৃক্ততা রয়েছে কিনা সে ব্যাপারে কিছুই বলতে পারেননি ওই মুখপাত্র।

২০১৮ সালের জুন মাসে বায়তুল মুকাদ্দাস শহরের ফিলিস্তিনি মুসলমান অধ্যুষিত অংশের গভর্নর হিসেবে নিয়োগ পান আদনান কায়েস। তাকে আটকের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়।

এর আগে গত ১৪ অক্টোবর ইসরাইলি সেনারা আদনান কায়েসকে তার বাসভবন থেকে আটক করেছিল। এএফপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com