মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, বাসের চালকই এ দুর্ঘটনার জন্য দায়ী। তিনি প্রচণ্ড শব্দে গান বাজিয়ে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি এতে কর্ণপাত করেননি।
বরংগাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক ইয়ামীন-উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক এবং বাসের এক যাত্রী নিহত হন।
আহতদের মধ্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ১১ জনকে ভর্তি করা রয়েছে এবং দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।