রাজধানীর ফকিরাপুল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ছয় বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র্যাব)।
গতকাল শনিবার রাতে র্যাবের অভিযানে পাচারকারী ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর ফকিরাপুল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গতকাল রাতে আন্তর্জাতিক নারী পাচারকারীচক্রের ছয় বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
তিনি আরও জানান, অভিযানের সময় চার তরুণীসহ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নারীদের পাসপোর্টও উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এদিকে আজ রোববার দুপুর ১ টায় র্যাব-১১ কার্যালয়ে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করবে র্যাব।