চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা এলাকায় শুক্রবার রাতে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ি বহরে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু’র পাজেরো গাড়ির কাঁচ ভেঙে চালক ইয়াছিন আহত হয়েছেন।
নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান তার কর্মীদের নিয়ে হামলা চালিয়ে রাত সাড়ে ১১টায় বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবুর পাজেরো গাড়িতে ইটপাঠকেল মেরে কাঁচ ভেঙে দিয়েছে। মেয়র আবুর গাড়িতেই ছিলেন বিএনপি নেতা আবু সুফিয়ান।
তিনি জানান, শুক্রবার রাতে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি এক নেতার শাশুড়ির জানাজা শেষে বিএনপির নেতারা নগরীতে ফিরছিলেন। এ ঘটনায় গাড়ির চালক চালক ইয়াছিন আহত হয়েছেন।
আবু সুফিয়ান জানান, কোন কারণ ছাড়াই ছাত্রলীগের সন্ত্রাসীর এ হামলা চালিয়েছে। পাথরের আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি।
তিনি বলেন, এ ঘটনায় পৌর মেয়র থানায় অভিযোগ দিতে গেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, জানাজা পড়ে শহরে যাওয়ার সময় পৌর মেয়রে গাড়িতে পাথর মেরেছে। মেয়র আমাকে ফোনে জানিয়েছেন। তবে এখনও লিখিত কোনো অভিযোগ দেননি। ইউএনবি।