ভারতীয় চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ১০’ শেষ হলো। আর এবারের আয়োজনে পুরস্কৃত হয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার সন্তান তৌফিক এলাহী আনসারী উচ্ছ্বাস। পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থ সারথী বটচ্যাল সঙ্গে তিনি যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন।
আর চ্যাম্পিয়ন হয়েছেন প্রতিযোগিতার ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু। প্রথম রানারআপ হয়েছেন সিধু হোশ ও রোশনি। গত ৩০ মে রাতে চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় এর উপস্থাপনায় ছিলেন মীর আফসার আলী।
উচ্ছ্বাস রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে এমবিবিএসের ছাত্র। রংপুর মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোকলেছুর রহমান এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক বিরামপুর উপজেলা মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাহেরা বেগমের ছেলে উচ্ছ্বাস।
গেল বছর ২৭ সেপ্টেম্বর করোনা পরিস্থিতির মধ্যে তিনিসহ চারজন প্রতিযোগী কলকাতা পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। মীরাক্কেলের গ্র্যান্ড ফিনালে অংশ নিতে গত মাসে আবার কলকাতায় যান উচ্ছ্বাস। সেখান থেকে ফিরে বর্তমানে তিনি কুষ্টিয়ায় কোয়ারেন্টিনে রয়েছেন।