ব্রিজে দাঁড়িয়ে নিজের স্মার্টফোনে সেলফি তুলতে চেয়েছিলেন এক যুবক। আর সেটা করতে গিয়েই ঘটে বিপত্তি। সেলফি তুলতে গিয়ে তিনি পড়ে যান নদীতে। সে সময় আশপাশে কেউ না থাকায় সারা রাত নদীর পানিতেই থাকতে হয় তাকে। অবশেষে সকালে দড়ি ফেলে ওই যুবককে উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যাওয়া ওই যুবকের নাম কার্তিক (৩০)। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক খবরে এসব তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ১০টার দিকে চেন্নাইয়ের কৌম নদীর ওপর নেপিয়ার ব্রিজে সেলফি তুলতে যান কার্তিক। ভালো ফ্রেম পেতে একেবারে ব্রিজের কিনারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান তিনি। নদীতে অবশ্য পানি কম ছিল। তারপরও উঠে আসার ব্যবস্থা না থাকায় আর মোবাইল পানিতে পড়ে যাওয়ায় সারা রাত সেখানেই দাঁড়িয়ে থাকেন কার্তিক।
পরের দিন ভোরের দিকে তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন পথচারীরা। পরে পুলিশ এসে দড়ি ফেলে ওই যুবককে উদ্ধার করে।