বিগবসের ঘরে মারদানি-২ সিনেমার প্রচারে এসেছিলেন রানী মুখার্জি। সালমান খানের সঙ্গে একটি খেলায় অংশ নিয়েছিলেন তিনি। ‘ইনটেরোগেটে’র (জিজ্ঞাসাবাদ) ওই খেলায় সালমানের বিয়ের প্রসঙ্গ বাদ দিলেও কথা ওঠে তার সন্তান নিয়ে।
দুবছর আগের একটি আসরে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সালমান। কথায় কথায় এবার সেই সন্তানের প্রসঙ্গ টানলেন রানী। শিগগির সহকর্মীর সন্তানকে কোলে নিতে যাচ্ছেন বলে ঘোষণাও দেন। এ সময় মুচকি হাসতে দেখা যায় সালমানকে।
বলিউডের আকাশে-বাতাসেও এই খবর ছড়িয়েছে। সবার মুখেই প্রশ্ন, বিয়ে না করলে তবে কী সারোগেসির মাধ্যমে বাবা হবেন সালমান?
ভারতীয় বিনোদভিত্তিক সংবাদমাধ্যম বলিউড নাও’র এক সাক্ষাৎকারে সালমান জানান, তাদের বাড়িতে অনেক খুদে সদস্য রয়েছে। ডিসেম্বরে আরও একজন নতুন অতিথি আসতে চলেছে। তাই নতুন করে খুদে সদস্যের কোনো প্রয়োজন নেই।
তবে সারোগেসির মাধ্যমে বাবা হচ্ছেন-এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ‘সুলতান’ খ্যাত এই অভিনেতা।