বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

মোগাদিসুতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৭৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ২৭৩ বার

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে ব্যস্ততম সময়ে নিরাপত্তাবাহিনীর চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় মদিনা হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ ইউসুফ বার্তা সংস্থা এপিকে বলেন, তিনি নিজে ৭৩ জনের মরদেহ পেয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সোমালিয়ায় সক্রিয়া জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ ধরনের হামলা চালিয়ে থাকে। সোমালিয়ার এমপি মুহাম্মদ আবদিরিজাক প্রাথমিকভাবে বলেন, হামলায় ৯০ জন নিহত হয়েছে। যদিও তার তথ্য পরবর্তীতে যাচাই করা যায়নি।

এদিকে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক সাবেক মন্ত্রী বলেন, নিরপরাধ সাধারণ মানুষের ওপর বর্বর হামলা হয়েছে। বিবিসি বলছে, নিহতদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। তিন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলাস্থলের কাছেই তুরস্কের প্রকৌশলীরা রাস্তা নির্মাণ করছিলেন। প্রসঙ্গত, সোমালিয়ায় দুর্ভিক্ষে তুরস্ক হলো অন্যতম দাতা দেশ।

এ ছাড়া গতকাল সকালে একটি হোটেলে আল-শাবাবের হামলায় ৫ জন নিহত হয়। ওই হোটেলটি জনপ্রতিনিধি ও কূটনীতিকদের পছন্দের শীর্ষে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com