বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে সিলেট থান্ডার। মাত্র একটি ম্যাচে জিতে সর্বনিম্ন দুই পয়েন্ট নিয়ে দলটি অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে। দুর্ভাগা দলটি সিলেট পর্বে টানা তিন দিন তিন ম্যাচ খেলে একটি ম্যাচেও জেতেনি।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ২৯ বল বাকি থাকতেই ছয় উইকেটের বড় ব্যবধানে হারে।
টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৪৪ রানের টার্গেট দেয়। মোহাম্মদ মিথুন সর্বোচ্চ ৪৭ রান করেন। এ ছাড়া আন্দ্রে ফ্লেচার ২৫ ও রাদারফোর্ড ২৫ রান করেন। মিলন ১৩ ও দেলওয়ার ২ রানে অপরাজিত ছিলেন। জায়েদ ও ইরফান একটি করে উইকেট নেন।
টার্গেটে খেলতে নেমে লিটন-আফিফ ঝোড়ো ইনিংসে দুর্দান্ত শুরু করে রাজশাহী। সর্বোচ্চ ৪৬ রান করেন আফিফ। ২০ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। মাঝে মালিক খেলেন ২৭ রানের ইনিংস। নাওয়াজ ১৭ ও বোপারা ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দেলোয়ার হোসেন নেন সর্বোচ্চ দুই উইকেট।
রাজশাহী ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নাম্বারে অবস্থান করছে।