আজ আবারও পৃথিবীর ছায়া পড়তে চলেছে চাঁদের উপরে। কিছু কিছু অঞ্চল থেকে এই চাঁদকে লাল দেখা যাবে। প্রিজমের মতো চাঁদের উপরে সূর্য্যের আলো প্রতিসৃত হয়ে এই রক্তিম আভা সৃষ্টি করবে। এই চাঁদকে বলা হয় ‘ব্লাড মুন’। এটিই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এ নিয়ে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী মহল থেকে শুরু করে মহাকাশপ্রেমীদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশ থেকে এবার চন্দ্রগ্রহণ দেখা যাবেন না।
সায়েন্স অ্যালার্টের রিপোর্টে জানানো হয়েছে, এই চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, এন্টার্কটিকা, ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। তবে সব অঞ্চল থেকে এই চাঁদকে রক্তাভ দেখাবে না। চাঁদ যখন পৃথিবীর ছায়ার শেষ প্রান্ত দিয়ে প্রবেশ করবে তখন পেনামব্রাল গ্রহণ দেখা যাবে। এটি এক ঘণ্টা সময়জুড়ে দেখা যাবে
তবে চন্দ্রগ্রহণ দেখা যাবে বিশ্বের একাধিক বড় শহর থেকেই। এই শহরগুলির মধ্যে রয়েছে লন্ডন, প্যারিস, হাভানা, জোহানেসবার্গ, লাগোস, মাদ্রিদ, স্যান্টিয়েগো, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, রিও দে জেনেইরো, শিকাগো। এছাড়াও হনুলুলু, বুদাপেস্ট, এথেন্স, আঙ্কারা, কায়রোতে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।
এ বছরের শেষ দিকে আরেকটি চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবী থেকে। ৮ই নভেম্বর হতে যাওয়া ওই চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং পূর্ব ইউরোপ থেকে।