বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে খুলনা টাইগার্স। আর এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করে ফেলেছে মুশফিকুর রহিমের খুলনা।
১৪ পয়েন্ট নিয়ে তারা এখন তালিকার দুই নম্বরে।
অপরদিকে, কুমিল্লা ওয়ারিয়র্সের জন্য ছিল বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ে বাঁচা হলো না তাদের।
শুক্রবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজের ১৬৮ রানের রেকর্ড জুটির বিনিময়ে খুলনার মোট সংগ্রহ দাঁড়ায় ২১৮। হারায় মাত্র ২টি উইকেট।
জবাবে ২১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২৬ রানেই শেষ হয়ে যায় কুমিল্লার ইনিংস। নির্ধারিত ২০ ওভার খেলেই ৯ উইকেটের বিনিময়ে তারা এ রান সংগ্রহ করতে সক্ষম হয়।