ভারতের মুম্বাইয়ে কিশোরীকে (১৩) ‘আই লাভ ইউ’ বলায় যুবককে (৩০) এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। আজ শুক্রবার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, মামলাটি ২০১৫ সালের। ওই সময় কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ত। পরিবারের অভিযোগ, তখন থেকেই কিশোরীকে নানা ভাবে উত্যক্ত করতেন ওই যুবক।
জানা গেছে, ২০১৫ সালের ১৭ এপ্রিল মায়ের সঙ্গে বইয়ের দোকানে গিয়েছিল কিশোরী। ফেরার পথে এক অজ্ঞাতপরিচয় যুবক কিশোরীর খুব কাছে চলে আসেন। তাকে দেখেই কিশোরী চিৎকার করতে শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবক। তবে তাকে এক ঝলক দেখেই চিনতে পারেন কিশোরীর মা।
কিশোরী তার মাকে জানিয়েছিল, ১৫ দিন ধরে ওই যুবক তার পিছু নিয়েছে এবং ‘আই লাভ ইউ’ বলেছে। এরপরই থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। সেই অভিযোগ পেয়েই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও অভিযুক্ত যুবকের দাবি, কিশোরীর বাবা মদ পান করে এলাকায় ঝামেলা করতেন। প্রতিবাদ করায় তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে কিশোরীর পরিবার।