নিউইয়র্ক সিটি মেয়র এরিক আডাম বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক শহরের প্রানকেন্দ্র ব্রডওয়ে ওয়াইটহলের চ্যারিস বুলক চত্তরে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশের কন্স্যুলেট জেনারেল ড.মনিরুল ইসলামের উপস্থিতে নিউইয়র্কে বসবাসরত বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে বাংলাদেশ ও আমেরিকার পতাকা উত্তোলন করেছেন।
গত ৩০শে মার্চ বিকেলে অনুষ্ঠিত মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিটল বাংলাদেশখ্যাত ব্রুকলিন থেকে নির্বাচিত নিউইয়র্ক সিটি কাউন্সিল ওম্যান শাহানা হানিফ, নিউইয়র্ক সিটির চীফ এ্যাডমেনিস্টেশন অফিসার মীর বাশার,কমিশনার কেস্টো,এর্টনী মঈন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ড.মাসুদুল হাসান,সাবেক সাংসদ এমএম শাহীন,সাংবাদিক শেখ শফিকুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের শেষাংশে নিউইয়র্ক সিটির মেয়র এরিক আডাম উপস্থিত সবাইকে নিয়ে প্রথমে আমেরিকার জাতীয় সংগীত গেয়ে আমেরিকার পতাকা এবং নিউইয়র্ক শিল্পকলা একাডেমীর পরিচালক মনিকা রায়ের নেত্বিত্বে শিল্পীবৃন্দ বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কোন মেয়র বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম বারের মতো উত্তোলন করেন।