যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি ছোটবড় শহরের ওপর একাধিক টর্নেডোর আঘাতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।
ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী ৬০টিরও বেশি টর্নেডো আরকানসাস, টেনেসি, ইলিনয়, ইন্ডিয়ানা, আলাবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যগুলোতে আঘাত হানে।
এতে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং হাজার হাজার লোকের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বহু লোকের আহত হবার খবরও পাওয়া গেছে।
আরকানসাসের রাজধানী লিটল রক শহরের পূর্বদিকে ওয়াইন নামে একটি ছোট শহরের একজন বাসিন্দা অ্যাশলি ম্যাকমিলান জানান, টর্নেডোর সময় তারা সপরিবারে বাড়ির বাথরুমে আশ্রয় নিয়েছিলেন এবং একে অপরকে শেষ বিদায় জানাচ্ছিলেন এই ভেবে যে তারা নিশ্চিতভাবেই মারা যাবেন। তবে তাদের বাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত তারা কেউই আহত হননি।
আরকানসাস রাজ্যের গভর্নর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফেডারেল সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
ডেলাওয়ার রাজ্যে প্রচণ্ড বাতাসে একটি বাড়ি ভেঙে পড়লে কমপক্ষে একজন নিহত হয়েছে।
আমেরিকান বিদ্যুৎ কোম্পানিগুলো বলছে, সাত লাখেরও বেশি গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ নেই।
এক সপ্তাহ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে রোলিং ফর্ক নামে একটি ছোট শহরে এক প্রচণ্ড টর্নেডোর আঘাতে ২৫ জন নিহত হয়।
সূত্র : বিবিসি