নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ব্রংকস বাংলাদেশি মুসলিম কমিউনিটি আয়োজিত ইন্টারফেইথ ইফতারে বলেন, নিজেরাই নিজেদের শক্তিশালী করবেন যখন ভোটাধিকার প্রয়োগ করবেন। নেতা নির্বাচন করবেন। যারা আপনাদের জন্য কথা বলবে। আপনাদের হয়ে কাজ করবে। মেয়র এরিক এডামস মুসলিম আমেরিকানদের ভোটার রেজিস্ট্রেশন করতে আহবান জানান। বলেন, এতে মুসলিম কমিউনিটি শক্তিশালী হবে। তিনি ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তা করার জন্য স্থানীয় মসজিদগুলোর প্রতি আহবান জানান। মেয়র ১ এপ্রিল শনিবার ব্রঙ্কসের পিএস ১০৬ স্কুলে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন। এ অনুষ্ঠান পরিচালনা ও তত্বাবধানে ছিলেন ডিটেকটিভ মাসুদ রহমান. কমিউনিটি লিডার এ ইসলাম মামুন, আলা উদ্দীন, মোতাসিম বিল্লাহ তুষার। বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার, আব্দুল চৌধুরী জাকি, আব্দুস শহীদ, আব্দুর রহিম বাদশা, শামীম মিয়া, মনজুর চৌধুরী জগলু, মাহবুবুল আলম, আবুল হাশেম হাসনু, জুনেদ চৌধুরী, সামাদ মিয়া, ইমরান রন শাহ, কাজি রবিউজ্জামান প্রমুখ।
মেয়র এরিক এডামস বলেন, রমযান মাসে সিটির ৫টি ব্যরোতেই ইফতার পার্টিতে অংশ নেব। প্রথম অংশ নিলাম বাংলাদেশি কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে। তিনি বলেন, বাংলাদেশিরা আমার নতুন বন্ধু নয়। পূরনো বন্ধু। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যখন মুসলিম ব্যান্ডের ঘোষণা দিয়েছিল তখন আমি ব্রুকলিন ব্যরোর প্রেসিডেন্ট ছিলাম। ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে অনেক প্রতিবাদ সভা করেছি। বাংলাদেশিদের সাথে অতীতে ছিলাম । এখনও আছি। ভবিষ্যতেও থাকবো। আর আমার অফিসের প্রধান এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশারইতো বাংলাদেশি।
পিএস ১০৬ স্কুলটির হলরুমে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি ইফতারে অংশ নেন। ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেয়র বাংলাদেশিদের দ্বারা পরিচালিত স্থানীয় ৫টি মসজিদকে সন্মাননা প্রদান করেন। মসজিদগুলো হচ্ছে পার্কচেষ্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ, পার্কচেষ্টার ইসলামিক সেন্টার, নর্থ ব্রঙ্কস মসজিদ ও বায়তুল আমান ইসলামিক সেন্টার।