সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত ৩ লাখের কাছাকাছি, মৃত ১২৩৮

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৬৯ বার

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে, তবে কমেছে মৃত। আক্রান্ত হয়েছে দুই লাখ ৯৭ হাজার ২২৬ জন। মারা গেছে এক হাজার ২৩৮ জন মানুষ।

গতকাল শুক্রবার আক্রান্ত হয়েছিল দুই লাখ তিন হাজার ৪১২ জন। মারা গিয়েছিল এক হাজার ৪৮৮ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৯৪ জন। মারা গিয়েছিল ৬৮ লাখ ৩৭ হাজার ৫০৬ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৯৮৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৪২৬ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৬ হাজার ৮৯৬ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৭ লাখ ৪৫ হাজার ১০৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৯৪৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ৮১৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৮৫৭ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৮৯১ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৭১ হাজার ৪১১ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৩ লাখ ১৯ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৫৫৬ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com