পিরোজপুরের কাউখালী উপজেলায় ইভটিজিংয়ের দায়ে জাকির হাওলাদারকে (৪৪) নামের এক অটোরিকশাচালককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। আজ শনিবার সকালে উপজেলার কলেজ মোড় থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা সদরের কলেজ মোড় এলাকার এক স্কুলছাত্রীকে উপজেলার দাসেরকাঠি গ্রামের অটোরিকশাচালক জাকির হাওলাদার স্কুলে যাওয়া আসার পথে ইভটিজিং করতেন। এ ঘটনা ওই ছাত্রী তার বাবাকে জানালে মেয়েটির বাবা বিষয়টি থানা-পুলিশকে জানান।